Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen's Charter

জেলা শিল্পকলা একাডেমির জনসেবামূলক কার্যক্রম ও অনুষ্ঠানমালার বিবরণঃ-

 

জেলা প্রশাসক ভবন সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে জেলা শিল্পকলা একাডেমি অবস্থিত।

সংস্কৃতির পাদপিঠ এই গোপালগঞ্জে গৌরবময় অতিত ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সংস্কৃতির চর্চার মান উন্নয়ন লালন, পরিচর্যার মাধ্যমে গতিশীল করার প্রচেষ্ঠায় জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক বিভিন্ন বিষয়ে জাতীয়ভাবে প্রশিক্ষণ কর্মশালা স্থানীয়ভাবে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা এবং অনুষ্ঠানমালার আয়োজনের মাধ্যমে নিম্নোক্তভাবে জনসেবামূলক কাজ করে চলছে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রণীত সিলেবাস অনুযায়ী সঙ্গীত, নৃত্য, তালযন্ত্র, চারুকলা, আবৃত্তি, গীটার ও নাটক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে।

প্রশিক্ষণের বিষয়ঃ

১। সঙ্গীত        সাধারণ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ দেয়া হয়।

২। নৃত্য          সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ দেয়া হয়।

৩। নাটক        (নাট্য ও আবৃত্তি) প্রশিক্ষণ দেয়া হয়।

৪। চারুকলা      সকল মাধ্যমে ছবি আঁকার প্রশিক্ষণ দেয়া হয়।

৫। তালযন্ত্র      তবল ও গীটার তালযন্ত্র প্রশিক্ষণ দেয়া হয়।

†   অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রমঃ

  বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চারুকলা ও তালযন্ত্র বিষয়ে কখনও কখনও ৭ দিন, ১৫ দিন, ১ মাস ব্যাপী                     উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দেশের প্রখ্যাত প্রশিক্ষক বৃন্দ প্রশিক্ষণ দিয়ে থাকেন।

(জেলা শিল্পকলা একাডেমী মূল কাজ হচ্ছে জেলায় সংস্কৃতি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা।)

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাঃ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ও  নাট্য উৎসবের আয়োজন করা হয়। যা উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও অঞ্চল অতিক্রম করে জাতীয় পর্যায়ে শেষ হয়।

         জাতীয়  আর্ন্তজাতিক দিবস উদযাপনঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন করা হয়। এছাড়াও স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান                  আয়োজন করা হয়।

          এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হকি মণি স্মৃতি মিলনায়তন বিভিন্ন সভা ও অনুষ্ঠানের জন্য রবাদ্দ প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি ও জেলা কালচারাল অফিসারের সার্বিক তত্ত্বাবধানে অফিসসহকারী,  লাইট অপারেটর, সাউন্ড অপারেটর অফিস সহায়ক,  প্রহরী, প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষকবৃন্দ,  সংশি­ষ্ট অন্যান্যদের সমন্বয়ে সেবাসমূহ নিশ্চিত করা হয়।