Wellcome to National Portal
Main Comtent Skiped

Training List

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রণীত সিলেবাস অনুযায়ী সঙ্গীত, নৃত্য, তালযন্ত্র, চারুকলা, আবৃত্তি, গীটার ও নাটক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে।

প্রশিক্ষণের বিষয়ঃ

১। সঙ্গীত        সাধারণ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ দেয়া হয়।

২। নৃত্য          সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ দেয়া হয়।

৩। নাটক        (নাট্য ও আবৃত্তি) প্রশিক্ষণ দেয়া হয়।

৪। চারুকলা      সকল মাধ্যমে ছবি আঁকার প্রশিক্ষণ দেয়া হয়।

৫। তালযন্ত্র      তবল ও গীটার তালযন্ত্র প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চারুকলা ও তালযন্ত্র বিষয়ে কখনও কখনও ৭ দিন, ১৫ দিন, ১ মাস ব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দেশের প্রখ্যাত প্রশিক্ষক বৃন্দ প্রশিক্ষণ দিয়ে থাকেন।