১। ২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২২ : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ২৬ ও ২৭ জুলাই ২০২২খ্রি. শেখ ফজলুল হক মণি স্মৃতি মিরনায়তনে ২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ; জনাব মো: সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ, জনাব শেখ লুৎফার রহমান বাচ্চু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ সদর। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব রাখাল কিশোর ঠাকুর, সহ সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ। ২৬ জুলাই ২০২২খ্রি. জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জসহ ঐতিহ্যবাহী ১২টি সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ২৭ জুলাই ২০২২খ্রি. বাউলশিল্পীদের পরিবেশনার পর কবি গানের আসর অনুষ্ঠিত হয়। যশোর থেকে আগত জনাব প্রীতিশ সরকার ও জনাব সুভ্রজিত সরকার মনোজ্ঞ কবি গান পরিবেশন করেন।
২। শিশু কিশোর যুব নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০২২ : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ২৮ জুলাই ২০২২খ্রি. ‘রক্তকরবী’ এম্পিথিয়েটার’ গোপালগঞ্জে শিশু কিশোর যুব নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ। জনাব প্রতিমা হীরা তমা, সহকারী শিক্ষক, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে জনাব বিদ্যুৎ বালা এবং আপন আলো জ্ববালো শিশু আড্ডা হ-য-ব-র-ল ও কিশোর কৌতুহলের শিশু ও কিশোর শিল্পী ঋত্বিক জিদান, দ্বীপান্বিতা পান্ডে, অরিত্র বাগচী, অমিত কর্মকার, সম্পদ বিশ্বাস, তাহারা আনজুম মোহনা, লাবণ্য বালা, অনুস্কা বাইন ও মাহিয়া হক সারা অংশগ্রহণ করেন।
৩। পদ্মা সেতু ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি ও সকল সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, শিল্পী, শিশু শিল্পী ও অভিভাবকদের নিয়ে ২৯ জুলাই ২০২২খ্রি. পদ্মা সেতু ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাশেদুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ। জনাব বিশ্বজিৎ কুমার বাগচী, সাধারণ সংগীত প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধিগণ, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, জেলা কালচারাল অফিসার, গোপালগঞ্জ ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ মহোদয় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ১২ফুট দৈর্ঘ্যের ক্যানভাস অংকণ করেন। কণ্ঠ সংগীত, নৃত্যকলা, আবৃত্তি, তবলা ও নাট্যকলা বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
৫। চেক বিতরণ অনুষ্ঠান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় গীতিআলেখ্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুশিল্পীদের মাঝে ৭ জুলাই ২০২২খ্রি. শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আছাদুজ্জামান, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহরিয়ার রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর, গোপালগঞ্জ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব আল মামুন বিন সালেহ, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ।
৬। জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে মতবিনিময় সভা : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ০২ আগস্ট ২০২২খ্রি. শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের কনফারেন্স কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা আয়োজন করা হয়। জনাব আল মামুন বিন সালেহ, জেলা কালচারাল অফিসার, গোপালগঞ্জের সভাপতিতেব সভা অনুষ্ঠিত হয়।
৭। জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে শিশু শিল্পীদের নিয়ে মহড়া আয়োজন : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে অনুষ্ঠিতব্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুশিল্পীদের নিয়ে ১৩ ও ১৪ আগষ্ট ২০২২খ্রি. দুইদিনব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়।
৮। জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ও দাফন নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্র ১৬ আগষ্ট ২০২২খ্রি. প্রদর্শনী করা হয়।
৯। জাতীয় শোক দিবস ২০২২ পালন : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে ১৬ আগষ্ট ২০২২খ্রি. জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহোদয়ের সভাপতিতেব গোপালগঞ্জ জেলার সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, প্রশিক্ষণার্থী, অভিভাবকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। বিকাল ৪:০০ ঘটিকায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে ৩জন করে মোট ১২জন কে পুরস্কার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।
১০। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ২৯ আগষ্ট ২০২২খ্রি. শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে বেলা ৩:০০ ঘটিকা হতে সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর্যমত্ম জনাব খোন্দকার এহিয়া খালেদ সাদী, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ মহোদয়ের সভাপতিতেব গোপালগঞ্জ জেলার সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, প্রশিক্ষণার্থী, অভিভাবকদের নিয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থানা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
১১। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ১০ সেপ্টেম্বর ২০২২খ্রি. শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনের থ্রিডি মুভি সেন্টারে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রবণতা হ্রাস ও আত্মহত্যাবিরোধী মানসিকতা সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
১২। প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিকী পরীক্ষা ২০২২ গ্রহণ : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের ২ বছর মেয়াদী শিশু বিভাগ ও ৪ বছর মেয়াদী সাধারণ বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর ২০২২খ্রি. অর্ধ-বার্ষিকী পরীক্ষা ২০২২ গ্রহণ করা হয়।
১৩। নদী কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন : জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের আয়োজনে ২৯ সেপ্টেম্বর ২০২২খ্রি. রক্তকরবী, এম্পিথিয়েটার, গোপালগঞ্জে নদী কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। জেলা কালচারাল অফিসার জনাব আল মামুন বিন সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ; জনাব মোছা: নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গোপালগঞ্জ; জনাব এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোপালগঞ্জ; জনাব শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা চেয়ারম্যান, সদর, গোপালগঞ্জ; জনাব মহসিন উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার, সদর, গোপালগঞ্জ। এছাড়াও জেলা প্রশাসন, গোপালগঞ্জের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী-কলাকুশলীসহ গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগন অনুষ্ঠান উপভোগ করেন।